Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার তালিকা ও সেবা সমূহ কিভাবে পাবেন
বিস্তারিত

ক্রং নং

সেবাসমূহের বিবরণ

কি সেবা কিভাবে পাবেন


০১

ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনেফিট) কার্যক্রম

বিনা মূল্যে এই সেবা প্রদান করা  হয় এবং ইউনয়িন পরিষদ হতে অন-লাইনে আবেদন করতে হয়। উপকারভোগীর ইউনিয়ন  পরিষদ হতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বা তার  প্রতিনিধি, ট্যাগ অফিসার ও চুক্তিবদ্ধ  এনজিও কর্মীর উপস্থিতিতে খাদ্যশস্য (চাল) প্রদান করা হয়। চুক্তিবদ্ধ এনজিওদের  মাধ্যমে আয়বর্ধক ও  সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া  হয়।

উপকারভোগীর মেয়াদকাল = ০২ বছর

০২

মা ও শিশু সহায়তা কর্মসূচি

ইউনিয়ন পরিষদ হতে অন-লাইনে আবেদন করতে হয়। ভাতাভোগীদেরকে প্রতিমাসে = ৮০০/- টাকা প্রদান করা হয়। বিনা মূল্যে এই সেবা প্রদান করা  হয়। এনজিওদের মাধ্যমে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং  স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। 

উপকারভোগীর মেয়াদকাল = ০৩ বছর

০৫

দু:স্থ মহিলাদের কে আত্মকমর্সংস্থানের  জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

অত্র কার্যালয় হতে প্রশিক্ষণ প্রাপ্ত দু:স্থ ও অসহায় মহিলাদেরকে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ১/২ বছর মেয়াদে  এই সুবিধা প্রদান  করা হয় এবং  সার্ভিস চার্জ সহ মাসিক ১০/২২  কিস্তিতে পরিশোধ করতে হয়। 

০৬

দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য  তহবিল

প্রতি বছর অত্র কার্যালয় হতে বিনা মূল্যে এই সেবা প্রদান করা  হয়। আবেদন পত্র অত্র কার্যালয় হতে গ্রহণ করত হয়।

০৭

“কিশোর-কিশোরী ক্লাব” স্থাপন  প্রকল্প

০৯ হতে ১৯ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরী দেরকে সংগীত ও আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ বিষয়ে ভর্তির জন্য অত্র কার্যালয় অথবা সংশ্লিষ্ট ইউনিয়নের ক্লাবে যোগাযোগ করতে হবে।

প্রশিক্ষণের মেয়াদকাল = ০১ বছর

০৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ  এবং বাল্যবিবাহ প্রতিরোধ

ও আইনি সুরক্ষা

সেবাপ্রত্যাশি ঘটনার বিবরণ ও  সালিশনামাসহ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালীগঞ্জ,   লালমনিরহাট বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করতে হবে।

মামলা সংক্রান্ত: আদালত কর্তৃক প্রাপ্ত মামলার তদন্তকরণ সাপেক্ষে প্রতিবেদন কোর্টে প্রেরণ করা হয়।