আগামী ২৫ নভেম্বর ২০২৩ হতে ১০ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ডিসেম্বর ২০২৩ তারিখ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতাদের সম্মাননা প্রদানের জন্য জয়িতা অন্বেষণ কার্যক্রম চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রানিত করার লক্ষকে সামনে রেখে তাদেরকে অনুসন্ধান করে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হবে। ৫টি ক্যাটাগরিতে আগামী ১৫নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত জয়িতাদের আবেদনপত্র আহবান করা হচ্ছে। ক্যাটাগরিগুলো হলোঃ ১। অর্থ নৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ২। শিক্ষা ও চাকুরী ক্ষেতে সাফজল্য অর্জনকারী নারী ৩। সফল জননী নারী ৪। নির্যাতনের বিভীষিক মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী ৫। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস